আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে বিমানের সৈয়দপুর জেলা কার্যালয় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু করেন বিমান কর্তৃপক্ষ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, বিমান আমাদের অহংকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৫০ বছর আগে এর পথচলা শুরু। সেই থেকে সারাবিশ্বে আমাদের জাতীয় পতাকা বহন করছে বাংলাদেশ বিমান। বিমানের ৫০ বছর পূর্তিতে তিনি এর আরও সাফল্য কামনা করেন।
সান নিউজ/এমকেএইচ