সারাদেশ

সৈয়দপুরে মাংসের লাগামহীন দামে অসহায় ক্রেতা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের প্রায় সব বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম রাখা হচ্ছে ৫৮০-৬০০ টাকা। চলতি মাসের শুরুতেও ৪৮০-৫২০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল। আর গত কয়েকদিন ধরে প্রতি কেজি খাসির মাংস ৬৫০-৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা ১৫ দিন আগেও ৫৮০-৬২০ টাকায় বিক্রি হয়েছিল।

কয়েকদিনের ব্যবধানে গরুর ও খাসির মাংসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার জন্য যোগানের সংকটের কথা বলছেন মাংস ব্যবসায়ীরা। আর ক্রেতাদের দাবি, বাজার মনিটরিং না থাকায় সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাদিম ছোটু জানান, প্রতি বছরে এই শীতকালে বিয়ে, ওরশ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের হিড়িক পড়ে। ফলে গরু, ছাগলের চাহিদা বেড়েছে। তাই মাংসের দামও বাড়তি। বাজারে গরুর সরবরাহ কম তা বলা যাবে না। তবে একশ্রেণির অসাধু বিক্রেতা অজুহাত দেখিয়ে দাম বৃদ্ধি করে বিক্রি করছে।

আরও পড়ুন: কৃষক হত্যায় ২৩ জনের কারাদণ্ড

পৌর বাজারে আসা ক্রেতা আতিক আলম বলেন, বাজারে মূল্য তালিকা চোখে পড়েনি। বাজার মনিটরিং করতেও দেখা যায় না কাউকে। ফলে সিন্ডিকেটের মাধ্যমে এই বাড়তি দাম নিচ্ছেন মাংস ব্যবসায়ীরা। সব মিলে মাংসের বাজার দিন দিন বেড়ে যাওয়ায় এখন সীমিত আয়ের পরিবারে গরুর বা খাসির মাংস কেনার সাধ্য নেই।

ঢেলাপীড়হাটের গরু ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, গরু কিংবা খাসির কোনো সংকট নেই। দেশীয় গরুর সরবারহ ভালো। ফলে গত ৩ মাসে চাহিদা বাড়লেও বাজারে কোনো সংকট নেই। তাছাড়া গরু-খাসির কোন দামও বাড়েনি। মাংসের দাম বাড়ার জন্য ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন তিনি।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, শিগগিরই অভিযান চালিয়ে মাংসের দাম নিয়ন্ত্রনে আনা হবে। অসাধু মাংস ব্যবসায়ীকে আমরা শাস্তির আওতায় আনবো। এছাড়া বাজারে যে সব পণ্যের দাম বেড়েছে, সে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে আমরা নিরলসভাবে কাজ করছি। অভিযানের ফলে অনেক পণ্যের দাম কমে এসেছে।

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান জানান, গরু ও খাসির মাংসের দাম নির্ধারণ প্রক্রিয়াধীন আছে। শুধু মাংস নয় সব পণ্যের দাম নির্ধারণ করে নতুন করে তালিকা লাগানো হবে। প্রতিদিন করা হবে বাজার মনিটরিং।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা