গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাঠি কাটার ট্রাক্টরের চাকায় চাপা পড়ে এক ব্যক্তি মারা। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হরনি ইউনিয়নর ৮নম্বর ওয়ার্ডের ট্যাংকির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কাউছার উদ্দিন (৫০) উপজেলার হরনি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
হরনি ইউনিয়নের প্রশাসনিক সদস্য মাওলানা আবু ছায়েদ জানান, আজ সকাল থেকে নিহত কাউছার ট্যাংকির রাস্তার মাথায় নিজের একটি ভিটিতে ট্রাক্টরে মাটি এনে ভরাটের কাজ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাক্টরটি মাটি নিয়ে তাঁর ভিটিতে মাটি আনলোড করতে আসে। ওই সময় ট্রাক্টর চালক তাকে গাড়ির পিছন থেকে সরে যেতে বলে। তিনি ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ট্রাক্টর চালক পিছনে গাড়ি ব্যাক দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কাউছারের মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।
সান নিউজ/এমকেএইচ