কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ইউপি নির্বাচনের সময় বিপক্ষে কাজ করায় এক মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নব-নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নে।
এ ঘটনায় ওই শিক্ষক রোববার (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতদরগাহ নেছারীয়া কামিল এমএ মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক ফিরোজ আলম গত ১৭ ফেব্রুয়ারি মোটরসাইকেলে যোগে মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় ওই ইউনিয়নের পাকার মাথা নামকস্থানে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা ওই শিক্ষককে থামতে বলেন। তিনি মোটর সাইকেল থামিয়ে চেয়ারম্যানকে সালাম দেন।
এ সময় চেয়ারম্যান বলেন ইউপি নির্বাচনের সময় তুমি আমার বিরোধী দলে কাজ করেছ। এখন আমি চেয়ারম্যান, আমি যা বলব তাই হবে। তোমার শিক্ষকতা আমি ছোটাইয়া দিব বলে হুমকি দিয়ে গালিগালাজ করেন। এ সময় ওই শিক্ষক তার অপরাধ জানতে চাইলে চেয়ারম্যান নিজেই তার কলার চেপে ধরেন। একই সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা ভাতিজা নাহিদ হাসানসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেন। একই সাথে প্রাণনাশের হুমকি দেন।
আরও পড়ুন: ইউক্রেনীদের হত্যার লিস্ট করেছে রাশিয়া
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, ওই শিক্ষক বাজারের বিভিন্ন দোকানদারকে হুমকি ধামকি দিয়ে আসছিল। নির্বাচনে আমার পক্ষে যেন কেউ কাজ না করে। তাছাড়া ওই শিক্ষক খারাপ প্রকৃতির লোক। ঘটনাটি অনেক পূর্বের, নতুন করে সামনে নিয়ে এসেছে আমাকে হেয় করার জন্য।
উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া বিষয়টি চেয়ারম্যানদের মাসিক সভায় উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
সান নিউজ/এমকেএইচ