বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ১৪৯ বোতল ফেনসিডিলসহ হারুন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে শাজাহানপুরের বি ব্লক এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: নাটোরে মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুরের বি ব্লক এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ হারুনকে আটক করা হয়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য হারুনকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সাননিউজ/জেএস