নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে মো. আল আমিন (২২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার বিকেলে সদর উপজেলার বড়হরিশপুর টার্মিনাল এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে আটক করে র্যাব-৫। আল আমিন সর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।
আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে ওই ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্যসহ হানিফ পরিবহনে রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকায় যাচ্ছে। পরে নাটোর জেলার সদর উপজেলার বড় হরিশপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে আল আমিনকে আটক করা হয়।
আরও পড়ুন: যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া
এ সময় তার শরীর তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল, দুইটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানায় তার নামে মামলা করা হয়েছে বলেও জানানো হয়।
সান নিউজ/এমকেএইচ