কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে ৭৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার ( ১৭ জানুয়ারি ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই হুমায়ুন কবিরর নেতৃত্বে অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা গ্রামের জনৈক ব্যক্তির বসতবাড়ীর দক্ষিনে কাঁচা রাস্তার উপর থেকে ৩৬পিস ইয়াবাসহ ওই এলাকার মৃত হাছেন আলীর পুত্র ইউসুফ আলীকে (৪০) আটক করা হয়।
অপরদিকে থানার এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ধরণীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে ৩৯পিস ইয়াবাসহ হামিদুল ইসলাম হামিদকে (৩৫) আটক করা হয়।
আরও পড়ুন: নতুন ঘরে উঠলো ১৭ বছর গর্তে থাকা সেই দম্পতি
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক হামিদুল ইসলাম হামিদ উলিপুর পৌরসভার কৈপাড়া বর্তমানে ধরণীবাড়ী সরকারপাড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
সান নিউজ/এনকে