কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র ও রাইফেলের গুলিসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৬)।
আটকরা হলেন- ক্যাম্প-২২ এর ব্লক-সি/০৪'র শফিক প্রকাশ হাফেজ শফিক(এফসিএন-২৪৯৩৮৩), ব্লক-ডি/৪ এর আমান উল্ল্যাহ(এফসিএন-২৩৭৬৪০) এবং ব্লক-বি/১ এর জামাল আহাম্মদ(এফসিএন-২৪৪৪৫৭)।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্প-২২ (উনচিপ্রাং) এর ‘সি’ ব্লক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম।
১৬-এপিবিএন সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উনচিপ্রাং ক্যাম্পের সদস্যরা। আটকরা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা, অপহরণ ও চাদাঁবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে তথ্য ছিলো। অভিযানে তাদের কাছ থেকে ধারণার চেয়ে বেশি আগ্নেয়াস্ত্র মিলেছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
সাননিউজ/জেএস