কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় স্থানীয় হেলিপ্যাডে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ২৯ টি স্টলে ৫৫ জন খামারী অংশ নেয়।
প্রদর্শনী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, প্যানেল মেয়র মোমিন খান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মেরশেদুর রহিম প্রমুখ।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. সেলিম হোসেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটিরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পরে অংশগ্রহণকারী স্টলের মধ্য থেকে চারটি ক্যাটাগরিতে বিজয়ী ১২ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে তিন হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুই হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে এক হাজার টাকা প্রদান করা হয়।
সাননিউজ/এমএসএ