কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-প্রচার সম্পাদক তাজিবুল ইসলাম ওরফে তানিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা খান, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জলিল শেখ প্রমুখ।
আরও পড়ুন: স্বাভাবিক মৃত্যুকে হত্যা মামলায় রুপান্তরের অভিযোগ
তাজিবুলের উপর হামলা করে যারা তাকে জখম করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। যদি হামলাকারীদের বিচার করা না হয় তাহলে আগামীতে কঠোর কর্মসূচি দেবে জেলা স্বেচ্ছাসেবক লীগ মর্মে হুশিয়ারী করা হয়।
প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় অম্বিকা সড়কে একটি চাইনিজ রেস্তরার সামনে হামলা শিকার হন তাজিবুল। হোমলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন জয়গা জখম করে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় তাজিবুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন থানায়। তিনি বলেন, এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে এ হামলার সাথে জড়িত কাউকে বুধবার বিকেল ৪টা পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সান নিউজ/এনকে