নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে শহরের মহিম ইনিস্টিটিউশন মাঠে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল্লা আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা কৃষি কর্মকতা ড. হযরত আলী প্রমুখ।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রদর্শনীতে প্রায় ৩০টি স্টলে বিভিন্ন প্রকার পশু প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি প্রদর্শনী বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এরূপ প্রাণী প্রদশর্নী অনুষ্ঠানের আয়োজনের ফলে পশু পালনে সাধারণ জনগণ আরও বেশি আগ্রহী হবে বলে সচেতন মহল মনে করেন।
সান নিউজ/এনকে