আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নিয়ামতপুর জুম্মাপাড়ায় এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬
ফেব্রুয়ারি) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মমতাজ উদ্দিনের বাড়ি থেকে ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের ৯টি বাড়ি পুড়ে যায়।
মুঠোফোন, আসবাবপত্র, দলিলপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ও সৈযদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম প্রায় ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন:
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কম কর্মকর্তা খুরশিদ আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
সান নিউজ/এমকেএইচ