নাজির হোসেন, মুন্সীগঞ্জ: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ ৮ দফা দাবি পূরণের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখা।
পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের নিকট স্মারকলিপি পেশ স্বাধীনতা শিক্ষক -কর্মচারী ফেডারেশনের জেলা শাখার সদস্যরা। এতে জেলার ৬ উপজেলার বিভিন্ন বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ অংশ নেন। জেলা স্বাধীনতা শিক্ষক-কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৷
আরও পড়ুন: পটুয়াখালীতে শিক্ষকদের স্মারকলিপি পেশ কর্মসুচি পালন
দাবী সমূহ মধ্যে - (১) ঐতিহাসিক মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন 'সার্বজনিন বিঞ্জান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা (২) আসন্ন ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি অনুরূপ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান, (৩) সরকারি সকল শর্ত পূরণ করে স্বীকৃত প্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি (স্বতন্ত্র এবতেদায়ি, অর্নাস- মাস্টার্স সহ) প্রতিষ্ঠানকে অতিদ্রুত এমপিওভুক্তির ব্যবস্হা করা সহ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ৮ দফা দাবি পেশ করেন।
সান নিউজ/এনকে