চট্টগ্রাম প্রতিনিধি: জালিয়াতির মাধ্যমে সরকারি মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেওয়াসহ নিজে লাভবান হওয়া ও অন্যকে লাভবান করার অপরাধে চট্টগ্রামে গৃহায়ন কর্তৃপক্ষের উপপরিচালক এবং একজন প্লট গৃহীতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ কার্যালয়ে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মামলার বাদি দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিরা পারস্পরিক যোগসাজশে নিজে লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে হাউজিং বরাদ্দকরণ কমিটির ১৯৯১ সালের ২০ ডিসেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তকে অমান্য করে এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের সরকারি বাণিজ্যিক প্লট আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা প্রতিবেদন প্রদান করে।
নামমাত্র ১৩ লাখ ৪৭ হাজার ৬৬৭ টাকা মূল্য পরিশোধের আদেশ দিয়ে, কথিত বরাদ্দ গৃহীতা মোহাম্মদ আলমের পক্ষে দায়মুক্তি সনদপত্র প্রদান করে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।য়।
সাননিউজ/জেএস