তাহিরপুর প্রতিনিধি: ভারতীয় মুদ্রা, ইয়াবা, গাঁজাসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট নতুনবাজার এলাকা থেকে সোমবার ৫ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- ইকবাল হোসেন, বাবুল মিয়া, হৃদয় মিয়া, সজীব রহমান, সালমান মিয়া।
রাতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার যুগান্তরকে বলেন, আটকদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
তিনি জানান, থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা বালিয়াঘাট নতুনবাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের একটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ভারতীয় ১০ হাজার ৫৫০ মুদ্রা (রুপি) জব্দ করেন ও সীমান্তের চিহ্নিত ৫ মাদক ও হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।
সাননিউজ/জেএস