বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে গাছে চাপা পরে নওয়াব আলী শিকদার (৮৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে সদর ইউনিয়নের আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের আলী শিকদারের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত ওই বৃদ্ধের বাড়ী ও আলীর বাড়ী পাশাপাশি অবস্থিত, তারা সম্পর্কে চাচাতো ভাই। ওই বৃদ্ধের স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়ে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮ টার দিকে তিনি চরভদ্রাসন বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান। কাজ শেষে রিকসাযোগে আলী বাড়ির সামনে এসে নামেন এবং তার ছোট ভাই হালিমকে দেখতে পেয়ে দুই ভাই বসে গল্প করছিলেন। সে সময় রাস্তা হতে দশ মিটার দূরে আলীর বিক্রি করা একটি চাম্বল গাছ কাটছিলেন বেপারীর লোকজন। তারা সকলকে দূরে সরে যেতে বলেন।
এ সময় হালিম সড়ে গেলেও নওয়াব আলী সরে যেতে পারেননি। হঠাৎ করেই চাম্বল গাছটি পার্শবর্তী একটি আম গাছের উপরে এসে পরে। আম গাছটি ভেঙ্গে তার একটি মোটা ডালে নওয়াব চাপা পরে। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সকাল দশটার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জায়েদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ঘটানার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমকেএইচ