কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ‘সকলে মিলে শপথ করি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাতিয়া ইউনিয়ন বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের কক্ষে আরডিআরএসথর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে, উপজেলা প্রশাসন, ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি, ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায়, সিডা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত প্রকল্প সমাপনী কর্মশালায় সভাপতিত্ব করেন, হাতিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. বদর উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, ইউপি সদস্য আব্দুর রব রানু, সংরক্ষিত ইউপি সদস্য তাসলিমা বেগম, বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, চ্যাম্পিয়ন বাবা রফিকুল ইসলাম, ইমাম সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নূর ইসলাম, মঞ্জুরুল ইসলামসহ চ্যাম্পিয়ন বাবা, ইমাম, ঘটক, শিক্ষক, ইউনিয়ন যুব ফোরাম সদস্যবৃন্দ।
আরও পড়ুন: খায়রুজ্জামানকে দেশে ফেরানো সম্ভব নয়
এদিকে, ওই প্রকল্পের সমাপনী কর্মশালা দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর কেরামতিয়া আলিম মাদ্রাসা ও বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সান নিউজ/এমকেএইচ