নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় ইদ্রিস নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী ও একজন পুরুষ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে মানবপাচারের গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রামুর চেইন্দা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সয়ম সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় সাত রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়। তাদেরকে পাচার করে নিয়ে যাচ্ছিলেন মানবপাচারকারী চক্রের সদস্য মো. ইদ্রিস।
আরও পড়ুন: প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অনশন
র্যাব-১৫ এর অধিনায়ক খায়রুল ইসলাম সরকার বলেন, মানবপাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু র্যাবের গোয়েন্দা তৎপরতার কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন নামে আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা মানবপাচারকারী চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
সান নিউজ/এনকে