মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় তেঁতুলিয়া মহাসড়কে গ্যাস সেলিন্ডার ভর্তি পিকআপের ধাক্কায় ফিরোজ আলম (৩০) এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল (২০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের পিটিআই ট্রেনিং সেন্টার এলাকার তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম জয়পুর হাট পাঁচবিবি তাঁতিপাড়া এলাকার ছেলে। আহত সোহেলও বাড়ি ওই এলাকার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফিরোজসহ ৬ জন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট উদ্দেশ্যে যাচ্ছিলেন। উপজেলার সদর ইউনিয়নের পিটিআই ট্রেনিং সেন্টার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সেলিন্ডার ভর্তি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় মোটরসাইকেল আরোহী মহাসড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলে ফিরোজের মারা যান। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দিয়ে আহত আরোহীকে দ্রুত উদ্ধার করে পঞ্চগগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম দিয়েছে আ’লীগ
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পিকআপটিকে জব্দ করা হয়েছে এবং প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ