হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ ৬ জনকে আটক হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।
এসময় ইয়াবা সেবনে ব্যবহৃত বিশেষ স্টিক, গ্যাসলাইট, প্লাস্টিকের কর্ক, কেঁচি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন বাদী হয়ে মামলা দায়ের করেন।
সাননিউজ/জেএস