কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রাজাপালাং থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪-বিজিবি অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির।
মেহেদি হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড়ে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষায় এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়।
এ সময় মাদক করবারিরা তদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই সব ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাননিউজ/জেএস