কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ‘সকলে মিলে শপথ করি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়িথ এ স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন পর্যায়ে পৃথক প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উলিপুর পৌরসভা হল রুমে হলরুমে আরডিআরএস'র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আয়োজনে, উপজেলা প্রশাসন, ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি, ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায়, সিডা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত প্রকল্প সমাপনী কর্মশালায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু।
এসময় বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র খোরশেদ আলম লিটন, উপ-সহকারি প্রকৌশলী শাহিনুর ইসলাম উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, বিবাহ নিবন্ধক আবু তাহের, চ্যাম্পিয়ান বাবা আব্দুস ছাত্তার, ইমাম জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নূর ইসলাম,আমিনুল ইসলাম, নাসিমা বেগম, নূরজাহান বেগম চম্পা সহ চ্যাম্পিয়ন বাবা, ইমাম, ঘটক, শিক্ষক, ইউনিয়ন যুব ফোরাম সদস্যবৃন্দ।
এদিকে ওই প্রকল্পের সমাপনী কর্মশালা বজরা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সচিব সাদেকুল ইসলাম মন্ডল, ইউপি সদস্য এনামুল হক,এমদাদুল হক,এনজিও প্রতিনিধি নূর আলম বাদশা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বিবিএফজি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর লাকি বেগম, আলিফা বেগম, জীবন চন্দ্র বর্মন, ইউনিয়ন যুব ফোরাম সদস্যবৃন্দ, চ্যাম্পিয়ন বাবা, ইমাম, ঘটক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষজন।
সান নিউজ/এনকে