নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রীর উপদেশ তার জন্য শিরোধার্য বলে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে শপথ গ্রহণ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রধানমন্ত্রী যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো।
এর আগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ শপথের অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আনভীর
প্রসঙ্গত, টানা তৃতীয় বার মেয়র হিসেবে শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।
সান নিউজ/এমকেএইচ