মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে ১ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৮ ফেব্রোয়ারি) বেলা ১১ টার দিকে সদরের পঞ্চসার ইউনিয়নের সরদার পাড়া এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ অভিযান চালান।
এ সময় আল মদিনা স্টোরে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও মূল্য তালিকা না থাকা শিশু খাদ্য বিক্রি, আমদানি কারকের স্টিকার বিহীন বিদেশি এনার্জি ড্রিংক্স ও নিম্নমানের কসমেটিকস বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর জামাল উদ্দিন মোল্লা। আনসার ব্যাটালিয়ন একটি টিম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আসিফ আল আজাদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
সান নিউজ/এমকেএইচ