কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে রাস্তার কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠতে শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিন্মমানের সামগ্রী ব্যবহার করায় ও প্রয়োজনীয় সামগ্রী কম দেয়ায় তিনদিনের মাথায় কার্পেটিং উঠে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ওই রাস্তা দিয়ে যান চলাচলসহ জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে করে স্থানীয় মানুষজনের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তবে উপজেলা প্রকৌশলীর দাবি, স্থানীয় লোকজন কার্পেটিং সাবল দিয়ে তুলে ফেলছে।
জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজারমোড় থেকে ফকিরপাড়া গ্রামের মৃত নুর ইসলামের বাড়ি পর্যন্ত ২০২০-২১ অর্থবছরে ১৫৪৫ মিটার পাঁকা রাস্তার সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়। ৪২ লাখ ৯৬ হাজার ৩শত ৯৪ টাকার সংস্কার কাজের দায়িত্ব পান রংপুরের এনএন এন্টারপ্রাইজ। কাগজে কলমে এনএন এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম থাকলেও কাজটি কিনে নেন উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা। গত বুধবার রাস্তাটির কার্পেটিং কাজ শুরু করা হয়। কিন্ত নিন্মমানের সামগ্রী দিয়ে দায়সাড়াভাবে কার্পেটিং করায় তিনদিনের মাথায় তা উঠে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা হযরত আলী (৯০), রুপালি (৪৫), আবু সুফিয়ান (৪২), রিকশা চালক শহিদুল ইসলাম (৪৬)সহ একাধিক ব্যক্তি জানান, রাতের আধাঁরে এসে পিচ করেন ঠিকাদারের লোকজন। সকালে উঠে দেখি কোন রকমে পিচ করেছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় কাজ করার তিনদিনের মাথায় কার্পেটিং উঠে যাচ্ছে। এ রকম ভালো করার থেকে আগেই রাস্তাটা ভালো ছিলো বলেও জানান তিনি।
এ বিষয়ে ব্যবসায়ী মাসুদ রানা জানান, বৃষ্টির দিন অনেক ঠান্ডা গেছে, আমার লোকজন ছিলো না, কতিপয় লোক বৃষ্টির সময় সাবল দিয়ে খুড়ে পিচ তুলে ফেলেছে।
তিনি আরো জানান, যেটুকু ক্ষতি হয়েছে আমি ঠিক করার ব্যবস্থা নিচ্ছি। মূল ঠিকাদারী প্রতিষ্ঠান এনএন এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বর্ণ বৈষম্যের দেশে হিরো আলম
দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আকরাম হোসেন জানান, বুধবার ও বৃহস্পতিবার রাস্তাটির কাজ করা হয়। কিন্ত এসকেভেটর (ভেকু) রাস্তাটির উপর দিয়ে যাওয়ায় এমনটা হয়েছে। শুনেছি স্থানীয় কিছু লোক কার্পেটিং তুলে ফেলার চেষ্টা করছিলেন বলেও জানান তিনি।
উপজেলা প্রকৌশলী কে.কে.এম সাদেকুল আলম বলেন, কাজের মান ভালো হয়েছে। এলাকার লোকজন পিকনিকের চাঁদা চেয়েছিলো সেটি না দেয়ায় সাবল দিয়ে কার্পেটিং তুলে ফেলছে। কিভাবে ভালো করা যায় ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এমকেএইচ