মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সিরাজদীখান, লৌহজং ও গজারিয়া উপজেলার ত্রিশ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয়েছে। রোববার (৬ ফেব্রয়ারি) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করানো হয়। এতে জেলার ৩ উপজেলার ত্রিশ জন নবনির্বাচিত চেয়ারম্যান স্ব শরীরে উপস্থিত থেকে শপথ গ্রহণ করে।
শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোবাশ্বের হোসেন খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়ালসহ তিন উপজেলার নির্বাচন ও রিটানিং অফিসারগণ।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাদামের খোসায় সরস্বতী পূজামণ্ডপ
শপথ নেয়ার পর থেকে নবনির্বাচিত চেয়ারম্যানগণ, তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন।
সান নিউজ/এমকেএইচ