শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর ২১তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো সেতুর তিন হাজার ১৫০ মিটার।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে সেতুর ৩২ ও ৩৩ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি।
সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনেস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের দিকে রওনা হয় ভাসমান ক্রেন। দুপুর সাড়ে ১২টার দিকে জাজিরা প্রান্তের পিলারের ওপরে স্প্যান বসানোর কাজ শুরু হয়। স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয় সোয়া ৩টার দিকে ।
২০তম স্প্যানটি বসানোর ১৪ দিনের ব্যবধানে বসানো হলো ২১তম স্প্যান। পদ্মা সেতুতে স্প্যান বসবে মোট ৪১টি।