নিজস্ব প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলায় ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৩৫) ২২ ফুট দৈর্ঘ্যের একটি ঘুড়ি তৈরি করেছেন। এটি উড়াতে ১৬ জন মানুষের প্রয়োজন হয়। আর এই ঘুড়ি উড়িয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি।
জানা যায়, করোনার কারণে অনেকেই নিজ বাড়িতে অবস্থান করছেন। সময় যেন কাটছেই না। চারিদিকে এক অস্থিরতা। তাই একটু মানসিক প্রশান্তির আশায় অনেকেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোয় মনোনিবেশ করেছেন। এমনকি এটি নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতাও। প্রথম স্থানে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে নতুন নতুন ডিজাইনের বিশাল আকৃতির ঘুড়ি তৈরি করছে অনেকেই। তবে নজর কেড়েছে ২২ ফুট দৈর্ঘ্যের এই ঘুড়ি। এর নাম রাখা হয়েছে রকেট ঘুড়ি।
ঘুড়ির মালিক আনিছুর রহমান জানান, ২২ ফুট রকেট ঘুড়ি তৈরি করতে ব্যবহার করা হয়েছে দুটি আস্ত বাঁশ, তিন কেজি পলিথিন কাগজ, ২শ' গ্রাম কট সুতা। প্রতিদিন ১০ জন মানুষের শ্রমে চার দিনে প্রস্তুত করা হয়েছে ঘুড়িটি। খরচ হয়েছে ২০ হাজার টাকা। গত কয়েকদিন ধরে ঘুড়িটি উড়ানো হচ্ছে।
কাটাখালী গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ জানান, দানব আকৃতির রকেট ঘুড়ি উড়াতে মোট ৮ কেজি দড়ি ব্যবহার করা হয়। দড়ি ধরতে ৭-৮ জন আর ঘুড়ি উড়িয়ে দিতে ৭-৮ জন মোট ১৬ জনের মানুষের প্রয়োজন হয়।