সারাদেশ

রাবি ছাত্রকে চাপা দেয়া ট্রাকচালক আটক 

নিজস্ব প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র মাহমুদ হাবিব হিমেলকে চাপা দেওয়া ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার জোনের এডিসি একরাম হোসেন। বুধবার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর বালিয়া এলাকা থেকে মো. টিটু (৩৫) নামে ওই ট্রাকচালককে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার (১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণ সামগ্রী বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন গ্রাফিকস ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মাহমুদ হাবিব হিমেল। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ২১২ নম্বর রুমে থাকতেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা তারই বন্ধু রায়হান রিমেল। আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর প্রতিবাদে দুর্ঘটনাস্থলের পাশে থাকা ৫টি ট্রাকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্ররা। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ছাড়া ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন এবং প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ ঘটনায় বিচার দাবিতে আন্দোলনে নামেন।

পরে রাত ১২টায় উপাচার্য ভবনের সামনে ছাত্ররা অবস্থান নিয়ে নিহত হিমেলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে অপসারণের মৌখিক সিদ্ধান্ত জানান। এছাড়া বাকি দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে রাত ২টায় ছাত্ররা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।

আরও পড়ুন: রাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রক্টর প্রত্যাহার

এর পর বুধবার সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হিমেলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারও শিক্ষক-ছাত্র অংশ নেন। তার আগে শ্রদ্ধা জানানোর জন্য হিমেলের মরদেহ চারুকলা ভবনের সামনে রাখা হয়। হিমেল নাটোর সদরের কাপড়িয়াপট্টি এলাকায় তার নানাবাড়িতে দাফন করা হয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে জানান, আর্থিক সহায়তার অংশ হিমেলের পরিবারের হাতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া এই ঘটনায় আহত ছাত্রের সকল চিকিৎসার ব্যয়ভারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা