সারাদেশ

পটুয়াখালীতে ২০ পরিবারকে অবরূদ্ধ করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: জমি বিক্রি করার পরে হাঁটার রাস্তার জন্য চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে পটুয়াখালী পৌর এলাকার সবুজবাগ ৯নং লেনের বাসিন্দা আবদুল হকের (৬২) বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ২০টি পরিবার।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যাংক কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম বাহাদুর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা পটুয়াখালী পৌরসভাধীন সবুজবাগ ৯নং লেনের বাসিন্দা। আমরা জে.এল নং ৩৮, মৌজা-পটুয়াখালী, এস.এ খতিয়ান নং ৮২৪, ১৪৩১, দাগ নং-৮৪৫৭, ৮৪৭৭ তে বর্নিত সম্পত্তি বিভিন্ন তারিখে জনাব আঃ হক খান, পিতা মৃত নুর মোহাম্মদ খান, ৯নং লেন, সবুজবাগ, পটুয়াখালী পৌরসভা এর নিকট থেকে সাব কবলা দলিল মূলে ৫ টি প্লটে মোট ২১ শতাংশ জমি খরিদ করি। উক্ত ৫ টি প্লটের সম্মুখভাগে দলিলের শর্তানুযায়ী ৫ ফুট রাস্তা থাকে। পরবর্তীতে চলাচলের সুবিধার্থে এবং পটুয়াখালী পৌরসভার মেয়র মহোদয়ের মৌখিক অনুরোধে ও সকলের সম্মতিতে ১০ ফুট জায়গা রেখে প্রত্যেক মালিক ভবন নির্মাণের নকসা অনুমোদন করি। উক্ত রাস্তার নির্মাণ কাজ বর্তমানে পৌরসভার টেন্ডারের আওতাধীন আছে।

আরও পড়ুন: উ‌লিপু‌রের ঐতিহ্যবাহী সুপা‌রির হাট স‌রি‌য়ে নেয়ার অ‌ভি‌যোগ

কিন্তু আবদুল হক খান, তার কন্যা তানিয়া বিনতে হক (৩০) ও তার জামাতা মোঃ সিজার (৪৫) মিলে উক্ত রাস্তায় চলাচলের জন্য দশ লক্ষ টাকা দাবি করে। রাস্তার জমি আবদুল হক তার নিজস্ব বলে দাবি করে। আবদুল হকের দাবীকৃত চাঁদা পরিশোধ না করা আবদুল হক, তাহার মেয়ে ও জামাতার মাধ্যমে অজ্ঞাত নামা সন্ত্রাসীদের দ্বারা ভুক্তভেগী পরিবারের সদস্যদের পথে-ঘাটে অশ্লীল ভাষায় গালাগালসহ শারীরিক ভাবে অপমান অপদস্ত করে এবং একটি গেট লাগিয়ে ২০ টি পরিবারকে অবরুদ্ধ করে রাখে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরো জানান, রুহুল আমীন ও হাবিবুর রহমান বর্তমানে ভবন নির্মাণ শুরু করলে ইং ২৮/০১/২০২২ তারিখ সকাল ১০ টার সময় আঃ হক তার জামাতা সিজার ও কন্যা তানিয়াসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নিয়ে তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে তারা একাধিকবার পটুয়াখালী থানায় অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আবদুল হকের কাছে মুঠো ফোনে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি জানান, ওখানে কোন রাস্তা নেই। আছে শুধু আমার ব্যক্তিগত চলার পথ। আপনি জায়গা বিক্রি করেছেন চলাচলের জন্য রাস্তা দেখিয়ে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলিলে রাস্তার কথা কোথাও উল্লেখ নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা