নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাফায়েত হোসেন ফারদিন নামে জেলা ফুটবল দলের এক গোলকিপার নিহত হয়েছেন। এ ঘটনায় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত শাফায়াতের সহযোগী, এ্যাম্বুলেন্সের চালক ও অপর এক আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়নকান্দিতে রোগীবাহী একটি এ্যাম্বুলেন্সের সাথে নিহত শাফায়াতের মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটে।
আরও পড়ুন: নাটোরে স্ত্রীকে হত্যাকারী সাবেক স্বামী আটক
নিহত সাফায়েত হোসেন ফারদিন নাটোর জেলা ফুটবল দলের নিয়মিত গোলকিপার ও বিকেএসপির ১৯ ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়া তিনি শহরের উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পিটিআই মোড়ের দিকে ফুটবলার শাফায়াত ও তার সহযোগী মোটরসাইকেল নিয়ে নারায়নকান্দি এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নাটোরমুখী রোগীবাহী এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর ৪ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় শাফায়াতের মৃত্যু হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমকেএইচ