নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর সদর উপজেলার হালসায় স্ত্রী মিনা খাতুন মিমকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে সহযোগীসহ বখাটে সাবেক স্বামী রাজু প্রামানিককে আটক করেছে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। রাজু প্রামানিক নাটোর শহরের বড়গাছা বুড়াদরগাঁ এলাকার সুজন প্রামানিকের ছেলে। অন্যদিকে, মিনা খাতুন মিম হালসার নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল মোমিনের মেয়ে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে হামলার শিকার চার সাংবাদিক
জানা গেছে, প্রায় ৫ বছর আগে নাটোর শহরের হাফরাস্তা এলাকার দোকান কর্মচারী রাজু প্রামাণিকের সঙ্গে বিয়ে হয় মিম আক্তারের। নির্যাতনের কারণে ৬ মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। তাদের ৩ বছরের একটি মেয়ে রয়েছে। তালাকের পরও মিমকে উত্ত্যক্ত করে আসছিল রাজু।
স্থানীয় জানা যায়, মিমকে স্বামীর নির্যাতন থেকে বাঁচাতে ৬ মাস আগে তালাক দিয়ে বাড়িতে নিয়ে আসেন মা চামেলি বেগম। মেয়ের ও নাতনির খরচ চালাতে একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি শুরু করেন তিনি। চামেলি বেগম কর্মস্থলে থাকায় সাবেক স্বামী রাজু তার এক সহযোগীকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: দীঘির প্রথমবার ভোটে বাবার পরাজয়
নিহতের স্বজন জানায়, রাজুর সাথে মিমের বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। রাজু তার স্ত্রী মিমকে মাঝে মাঝেই মারধর করতেন। এ নিয়ে নাটোর সদর থানায় রাজুর বিরুদ্ধে জিডিও করা হয়। এক মধ্যে গত বছর মিমকে নিয়ে যান তার মা চামেলী বেগম। মিমকে ফিরিয়ে নিতে রাজু মাঝে মাঝেই শ্বশুর বাড়িতে যেতেন।
তবে মিম তার সাথে ফিরে আসতে না চাইলে রাজু মিমকে মেরে ফেলার ভয়ভীতি দেখাতেন। এরই মধ্যে শনিবার সকালে মিমকে এলোপাথারি ছুরিকাঘাত করে রাজু। এ সময় মিমের ছোট বোন মনিষা বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় সহযোগীসহ রাজু। পরে আহত অবস্থায় মিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছেলের বউকে অন্যত্র বিয়ে দিলেন শাশুড়ি
নিহত মিমের ছোট বোন মনিষা খাতুন বলেন, চোখের সামনে বড় বোনের ওপর হামলা হতে দেখেছি, বোনকে বাঁচাতে পারেননি। রাজু ও তার সহযোগী বোনকে ছুরিকাঘাত করার সময় এগিয়ে গেলে হেলমেট দিয়ে পেটানোর পাশাপাশি হাতে ছুরিকাঘাত করে আমাকে। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, ঘাতক রাজু ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ