সারাদেশ

উলিপুরে উদীচীর ২২তম সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ‘শ্রেণিভেদে ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই শিরোনামকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ১৯৭৭ সালে উদীচী যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩ টায় উলিপুর বণিক সমিতির হল রুমে উলিপুর উদীচী শাখার ২২তম সম্মেলন অনুষ্ঠিত ও পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরে আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক অকিল কুমার দাস নির্বাচিত হন। জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন মিনহাজ আহমেদ মুকুল।

আরও পড়ুন: স্কুলছা‌ত্রীকে অপহর‌ণের অ‌ভি‌যোগ, যুবক আটক

বিকেলে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে সকল শহীদ ও সাংস্কৃতিক অঙ্গ-সংগঠনের সাথে জড়িত সকল বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক রিপোর্ট ও অর্থনৈতিক রিপোর্ট পেশ করা হয়।

সম্মেলনে সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উলিপুর উদীচী শাখার সাবেক সভাপতি মিনহাজ আহমেদ মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সংসদের যুগ্ম সম্পাদক রাই বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), প্রভাষক ও কথা সাহিত্যিক আবু হেনা মোস্তফা, উলিপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক হরি গোপাল সরকার, অ্যাডভোকেট প্রদীপ কুমার।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চন-জায়েদকে মিশার অভিনন্দন

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের সকল ধরনের ইতিহাস তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সবার সুস্থতা কামনা করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা