গোপালগঞ্জ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স দুই সপ্তাহের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ২৯ কোটি ০৫ লাখ সুস্থ
এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, গোপালগঞ্জসহ দেশে করোনা সংক্রমণ বেড়েছে। এ কারণে প্রশাসন দুই সপ্তাহের জন্য সমাধিসৌধ কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ সময় দর্শনার্থীরা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে নিরাপত্তাসহ সামাধিসৌধের কাজ চলমান থাকবে।
কমপ্লেক্সের কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাধিসৌধে দর্শনার্থীদের সমাগম থাকে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে ২৮ জানুয়ারি থেকে কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে আবার খুলে দেওয়া হবে।
সাননিউজ/জেএস