কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ হিলে উত্তর রোজারঘোনা এলাকায় আতশবাজি থেকে লাগা আগুনে ৩টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উত্তর রোজারঘোনা এলাকায় রহমত করিমের বাগদান অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এ সময় লাগা আগুনে সৈয়দ করিম, আকতার হোসেন ও আব্দুল শুক্কুরের বাড়ি পুড়ে যায়।
সৈয়দ করিম বলেন, বাগদান অনুষ্ঠানে একের পর এক আতশবাজি ফাটানো হচ্ছিল। সেখান থেকে বসতঘরে আগুন লাগে। পরে একে একে ৩টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি ঘরই সম্পূর্ণ পুড়ে গেছে।
বশির আহমদ বলেন, প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাননিউজ/জেএস