কুড়িগ্রাম প্রতিনিধি: এ বছরের সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামের ওপর দিয়ে।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এদিকে মাঝারি এ শৈত্যপ্রবাহটি আগামী দু থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কুড়িগ্রাম রাজারাহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।
অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় ৩ হাজার নারী-পুরুষ। সকাল থেকে কাজে যোগ দিতে হয় তাদেরকে। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কেউ অটোরিকশা অথবা বাইসাইকেলে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। শীত ও কুয়াশায় নাজেহাল হতে হয় তাদের।
পাথর ভাঙা শ্রমিক হবিবর জানান, এত শীতের মধ্যেও তাদের কাজে যোগ দিতে হয়। রাতেও গরম কাপড়ের অভাবে অনেক কষ্ট করতে হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় মৃত্যু ৪
স্থানীয় কৃষকরা জানান, একটানা ঘনকুয়াশায় আলু ও বোরো বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ছত্রাকের আক্রমণ থেকে আলু খেত রক্ষা করতে ঘন ঘন ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে।
সাননিউজ/এমএসএ