গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মাইন উদ্দিন ইকবালকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: রেঁস্তোরায় ইয়াবা কারবার, যুবক গ্রেফতার
জানা গেছে, সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন থেকে টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সে একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গাংচিল গ্রামের মোবাশ্বেরের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামি। ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতারের করা হয়েছে।
সান নিউজ/এমকেএইচ