সারাদেশ

রেঁস্তোরায় ইয়াবা কারবার, যুবক গ্রেফতার

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার একটি রেঁস্তোরার চাইনিজ হল রুমে অভিযান এক ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শাহা মিরন ওরফে শাওন (২৪) সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের গফুর কন্ট্রাক্টারের বাড়ির মো.জামাল উদ্দিন বাদলের ছেলে।

আরও পড়ুন: উত্তেজক বড়ি খেয়ে বিকৃত যৌনাচার, স্বামী গ্রেফতার

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ডের নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ১১।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল নোয়াখালী পৌরসভার নোয়াখালী সুপার মার্কেটের আলীফ রেস্তোরার চাইনিজ হল রুমে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকালে আসামির থেকে ২০০পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রর ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অনুমানিক ৬০ হাজার টাকা।

আরও পড়ুন: কাদের মির্জার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়, তার সহযোগী পলাতক আসামি শুভ আহম্মেদ (২৮)। সে নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর গ্রামের ডাক্তার হাই সাহেবের বাড়ির বাসিন্দা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সুধারাম থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা