নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের ভেসে এসেছে ৫ ফুট লম্বা একটি মৃত ইরাবতি ডলফিন।
রোববার (২৩ জানুয়ারি) সকালের দিকে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ইরাবতি প্রজাতির ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়া হয়।
আরও পড়ুন: জাজিরায় সংঘর্ষ ও ভাংচুর, আহত ১০
স্থানীয়রা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই প্রানীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোট এবং একটি কানে ক্ষত রয়েছে। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে রোববার সকালেই ডলফিনটির মৃত্যু হয়েছে। পরে বন কর্মকর্তাদের নির্দেশে মৃত প্রানীটি মাটি চাপা দেয়া হয়।
পটুয়খালী জেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানায়, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষার বিষয় নিয়ে জেলেদের প্রশিক্ষন দেয়া হয়েছে। তবে সামুদ্রিক এ প্রানী রক্ষায় পদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।
সান নিউজ/এনকে