ময়মনসিংহ প্রতিনিধি: বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলকে পর্যটনকেন্দ্র তৈরির লক্ষ্যে সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী একেএম খালিদ বাবু।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী গ্রামে অবস্থিত কিল্লাতাজপুর বীরাঙ্গনা সখিনার সমাধি পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ইতিহাসখ্যাত এই সখিনা লড়াই করেছেন তার স্বামীর জন্য। নিজের বাবার বন্দিশালা থেকে স্বামীকে মুক্ত করতে ছদ্মবেশ ধরে লড়াই শুরু করেন তিনি। তার স্বামী কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁ দেওয়ান।
কেল্লা তাজপুরের মুঘল দেওয়ান উমর খাঁর মেয়ে সখিনা ছিলেন অপরূপ সুন্দরী ও প্রতিভাবান এবং বহু কাজে পারদর্শী। জন্মকালীন তার প্রকৃত নাম ছিল সখিনা এবং ডাকনাম ছিল সাকি। তিনি কেল্লা তাজপুরের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুঘল সুবেদার ছিলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কিল্লাতাজপুরের ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনার সমাধিস্থলকে পর্যটনকেন্দ্র করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এজন্য মন্ত্রণালয়ের একটি দল জায়গাটি পরিদর্শন করবে।
সাননিউজ/জেএস