গাজীপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ ঘন্টা পর গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ রেল স্টেশনে লাইনচ্যুত মহুয়া এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে ট্রেনটি দুর্ঘটনার কবলে পরে।
কাওরাইদ রেল স্টেশনের মাস্টার আল আমিন মৃধা বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুটি বগি ও ইঞ্জিন পড়ে যায়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর ওই দিন বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। আজ সকাল ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
সাননিউজ/জেএস