নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী স্টেশন থেকে দুটি আন্তনগর ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যেতে দুর্ভোগে পোহাতে হচ্ছে যাত্রীদের। স্থানীয় যাত্রীদের জন্য বরাদ্দ সীমান্ত ও রূপসা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি এক মাস ধরে অকেজো হয়ে আছে। ফলে যশোর ও খুলনা যাওয়ার ট্রেনের কোনো টিকিট বিক্রি হচ্ছে না।
রেলস্টেশনের বুকিং সহকারী শামীম হোসেন জানান, এ স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, নাটোর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, যশোর, খুলনার যাত্রীদের জন্য রূপসা ট্রেনের আসন বরাদ্দ আছে ৫৫টি। সীমান্ত এক্সপ্রেসে ৭৭টি। বগি সংকটে রূপসা এক্সপ্রেসে শুধু নাটোরের ১০, চুয়াডাঙ্গার ৫ ও পোড়াদহের ৫টি আসন এবং সীমান্ত এক্সপ্রেসে সান্তাহারের ৫, নাটোরের ৫, ঈশ্বরদীর ৫, ভেড়ামারার ৫, পোড়াদহের ৫ ও চুয়াডাঙ্গার ৫টি আসন দেওয়া হয়েছে। ওই দুই ট্রেনে খুলনা ও যশোরের যাত্রীদের জন্য কোনো আসন দেয়া নেই।
খুলনায় যাওয়ার জন্য স্টেশনে আসেন ব্যবসায়ী সাহিদুর রহমান সরকার, চাকুরিজীবি আতিক আলম, শিক্ষার্থী আদভীক হক। তারা বলেন, বিভিন্ন কাজে আমাদের খুলনা যেতে হবে। কিন্তু স্টেশনে এসে জানতে পারেন খুলনার কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না।
নীলফামারী রেলস্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, ওই দুটি বগি মেরামতের জন্য গত ২৩ ডিসেম্বর কারখানায় পাঠানো হয়েছে। ট্রেনে বিকল্প বগি না দেওয়ায় ওই পথের যাত্রীদের আসন দেওয়া যাচ্ছে না।
সান নিউজ/আমিরুল হক/এনএএম