রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১৯ জানুয়ারী ২০২২ ১০:৫৩
সর্বশেষ আপডেট ১৯ জানুয়ারী ২০২২ ১১:৫০

মুন্সীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ছেলের নির্যাতন থেকে স্বামী-স্ত্রী, চাচা ও এলাকাবাসীকে বাঁচানোর জন্য ছেলেকে মামলা দিয়ে পুলিশে দিলেন বাবা অহিদ শেখ ওরফে গাংগু।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার সময় শামীম ওরফে কালুক (২৮) আটক করে আনে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। মাদকাসক্ত ছেলের বাবা ও চাচার অভিযোগের ভিত্তিতে মামলা করে তাকে কোর্টে চালান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার মেয়েরা কালুর ভয়ে স্কুলে যেতে ভয় পায়। বর্তমানে তার ভয়ে স্থানীয়রা আতংকে থাকে। শামীম ওরফে কালুর ভয়ে আতংকে রয়েছে পৌরসভার বৈখর ও বিলের কানির মানুষ। যে কোন সময় এলাকায় তার দ্বারা বড় ধরনের একটি ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা রয়েছে। মাদকাসক্ত হয়ে রাতভর ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করে সে।

শামীমের বাবা অহিদ শেখ ওরফে গাংগু জানান, আমার ছেলে শামীম ওরফে কালু (২৮) মাদক সেবন করতে করতে এখন নেশাগ্রস্থ হয়ে পরেছে। প্রতি রাতে সে নেশাগ্রস্থ হয়ে ধারালো অস্ত্র নিয়ে বাড়ির চারপাশে দৌঁড়াদৌঁড়ি করে এলাকাবাসীকে ভয়ভীতি দেখায়। আমার ছেলে মাদকসেবী হওয়ায় প্রতিনিয়ত আমাকে, আমার ভাই হাসু, আমার মেয়ে ও স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে। মাদক সেবনের টাকা যোগাতে বিভিন্ন বাড়িতে চুরি-চামারিও করে।

তিনি আরও জানান, প্রতিদিনই কোন না কোন বাড়ির বেড়ার টিন এটা সেটা চুরি করে নিয়ে যাওয়ারও অভিযোগ বিস্তর। সে এলাকার ঈদগাহ মাঠের সামনে থেকে প্রাইভেটে পড়তে যাওয়ার সময় প্রতিবেশীর মেয়ের সাথে ইভটিজিং করে এবং তাকে তুলে নেওয়ার হুমকি দেয়। দিন রাত সব সময় নেশাগ্রস্থ অবস্থায় বুদ হয়ে থাকে আমার ছেলে। পার্শ্ববর্তী মাদক বিক্রেতা শান্তি ও বাবুদের বাড়ি থেকে মাদক সংগ্রহ করে সেবন করে এবং মাঝে মাঝে বিক্রি করে।

সদর থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মাদকাসক্ত শামিমের বিরুদ্ধে তার বাবা লিখিত অভিযোগ দায়ের করে। তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা