নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জনগণ কাকে ভোট দেবেন সে বিষয়ে এরইমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। ভোট হলেই আমি জিতব ইনশাআল্লাহ; নৌকার জয় হবেই হবে।
আইভী নগরীর শিশুবাগ বিদ্যালয়ে নিজের ভোটটা দিয়েছেন। তার আগে তিনি বাবা আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন। তিনি রবিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কেন্দ্রটিতে উপস্থিত হন। আইভী এবার জয়ী হলে টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটির মেয়র হবেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, এখনো ভোটের পরিবেশ ঠিক রয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আমিই জিতব। নৌকার বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপেক্ষায় রয়েছেন।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নে আইভী বলেন, হাতির এজেন্ট সবজায়গাতেই আছে। বরং আমার এজেন্ট কয়েকটি কেন্দ্রে ছিল না। ১ নম্বর ওয়ার্ডে আমার এজেন্ট পাইনি। আমি পরে সেখানে গিয়ে এজেন্ট দিয়েছি।
তিনি আরও বলেন, নৌকার জয় হবেই হবে, আইভীর জয় হবেই হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক পরিশ্রম করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি অনুরোধ করবো, সবাইকে যেন তারা সহযোগিতা করেন। আমি তো আমার কথা বলছি না। আমি সব প্রার্থীর কথা বলছি। নির্বাচন যেন নিরপেক্ষ হয়।
সাননিউজ/এমএসএ