নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটারদের আদর্শ স্কুল কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কাউন্সিলর প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা এই অভিযোগ করেছেন। তিনি রবিবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই এ অভিযোগ করে আসছেন।
আফরোজা সাংবাদিকদের সামনেই ভোটার আইডির ফটোকপি নিয়ে এক ভোটারকে প্রবেশ করাতে চাইলে মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে তাকে আটকে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বলেন, এনআইডি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না, এটা উপরের নির্দেশনা।
লুনা বলেন, আমরা বারবার বলছি ইসির নির্দেশনা রয়েছে- এনআইডির ফটোকপি নিয়ে যে কেউ ভোট দিতে পারবেন। কিন্তু এখানে তা দিতে দেওয়া হচ্ছে না। ভোটাররা বাধাগ্রস্ত হচ্ছেন।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, অবশ্যই ভোটারদের ভোট দিতে যেতে দিতে হবে। ফটোকপি থাকলেও তারা ভোট দিতে পারবেন। পুলিশ এতে কোনোভাবেই বাধা দিতে পারে না। বিষয়টি দেখছি।
সাননিউজ/এমআর