সারাদেশ

নাটোরে জনতাই ভরসা ‘নৌকা পাগল’ নুরুর

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের ত্যাগী আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম নুরু নৌকার প্রতি ভালবাসা দেখাতে গিয়ে হয়েছেন সর্বশান্ত। বিভিন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রচারে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন জেলা-উপজেলা। এমনকি মহামারীকালে একাই করোনাভাইরাস প্রতিরোধে মাইকিং করছেন নূরুল ইসলাম নুরু।

বিভিন্ন সময় হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। তিনি ‘নৌকা পাগল’ নুরু হিসেবে অধিকতর পরিচিতি। নৌকার প্রতি ভালবাসায় অধিক মগ্ন নুরু থাকায় ব্যবসা-সংসারের প্রতি অবহেলায় একমাত্র ছেলে আত্মহত্যা করে বসেন। নাতির শোক সইতে না পেরে একমাসের মধ্যে মারা যান ‘নৌকা পাগল’ নুরুর মা।

একমাত্র সন্তান ও শাশুড়িকে হারিয়ে এক বছরের মধ্যে মারা যান নুরুর স্ত্রী। আপন বলতে আর কেউ রইলো না ‘নৌকা পাগল’ নুরুর। এর পরও জনগণের সেবা করতে পিচ পা হয়নি তিনি। এবার নাটোর পৌরসভার ৯ ওয়ার্ড থেকে নির্বাচন করছেন এই ‘নৌকা পাগল’ মানুষটি। আর জনতাই ভরসা ‘নৌকা পাগল’ নুরুর।

তিনি নৌকার তথা বঙ্গবন্ধুর একজন সৈনিক। দলের বিজয় তার বিজয়। তাই যেখানেই নির্বাচন সেখানেই তিনি ঝাপিয়ে পড়েন। যেখানেই নির্বাচন নৌকা সাথে নিয়ে পাড়ি জমিয়েছেন সেখানেই এই ‘নৌকা পাগল’ মানুষটি। কন কনে শীত অথবা ঝড়ো আবহাওয়া দিন, কিংবা রাত নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফেলে ছুটে যান বিপদগ্রস্ত আওয়ামী লীগ কর্মী-সমর্থক বা সাধারণ মানুষের কাছে। এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী নূরুল ইসলাম নুরু ছিলেন নাটোর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর। ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন আর কোনো পদ। তিনি এখন দলের একজন সাধারণ সদস্য। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অগাধ বিশ্বাস রেখে নির্বাচনী গণসংযোগ করেছেন মোটরসাইকেল নিয়ে।

নৌকা ও দলের প্রতি বাড়তি ভালবাসার কারণে কথিত দলীয় অনেক কর্মীর গোপন ষড়যন্ত্রের শিকার হয়েছেন নুরু। কিন্তু তারপরেও থেমে নেই তার চলার গতি। নাটোর জেলার স্থানীয় ও সংসদ নির্বাচনসহ সকল নির্বাচনে সবার আগে নৌকা নিয়ে ছুটে চলেন তিনি। গত জাতীয় নির্বাচনে নিজের একমাত্র সম্বল মোটরসাইকেলে নৌকা আর হ্যান্ডমাইক বেঁধে নির্বাচনী গণসংযোগে ছুটে গেছেন নড়াইল-গোপালগঞ্জ পর্যন্ত। নির্বাচনী গণসংযোগ করেছেন ক্রিকেটার মাশরাফি, সৈয়দা সাজেদা চৌধুরীসহ কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুরসহ বিভিন্ন জেলার আওয়ামী প্রার্থীদের পক্ষে।

এছাড়া করোনাকালে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নিজ কণ্ঠে রেকর্ড করা মাইকিং এবং তার নিজস্ব মোটরসাইকেল নিয়ে নাটোর-নলডাঙ্গা আসনের বিভিন্ন এলাকা ঘুরছে তিনি। পাশাপাশি তার সামর্থ অনুযায়ী নিম্ন ও গরীব মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

নাটোর শহরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দীর্ঘ দায়িত্ব পালন ও ৫ বছর ওয়ার্ড কাউন্সিলর থাকার পরও আঙ্গুল ফুলে কলাগাছ হতে পারেননি তিনি। এমনকি অথচ গত ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তাকে দেওয়া হয়নি কোনো পদ। এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

তিনি নৌকার জন্য কাজ করে যাবেন এটাই তার সাফল্য। আজীবন মানুষের সেবা করে যাবেন এই প্রত্যয় নিয়ে জনতার দ্বারে নুরু। নাটোরে জনতার ভরসা ‘নৌকা পাগল’ নুরু আর জনতাই ভরসা ‘নৌকা পাগল’ নুরুর। সততার মূর্ত প্রতীক নৌকা পাগল নুরু জিতলে জিতবে আওয়ামী লীগ, জিতবে বাংলাদেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সেলিম এর নগদ অর্থ, খাবার প্রদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালার হাট ইউনিয়নের ক...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা