শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর বন কর্নাডুরী গ্রামে বৃহষ্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম নামে এক তক্ষক কারবারিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে মামলা দায়েরের পর ওই তক্ষক কারবারিকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-১৪ জামালপুর, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে ১টি জীবিত তক্ষকসহ হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
কমান্ডার মৃনাল কান্তি সাহা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত সাইদুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে শেরপুরের বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক কেনাবেচা ও সরবরাহ করে আসছিলো বলে।
এ বিষয়ে সাইদুলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
সাননিউজ/জেএস