দিনাজপুর প্রতিনিধি: আবারও দিনাজপুরে শীতের দাপট বেড়েছে। দিনাজপুরে আজ সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ( ১৪ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।
তিনি জানান, দিনাজপুরে সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।
এছাড়া সৈয়দপুরে ১২.০, রংপুরে ১৩.৩, নওগাঁয় ১১.১, শ্রীমঙ্গলে ১২.৬, রাজশাহীতে ১৩.৫, যশোরে ১৬.০, চুয়াডাঙ্গায় ১৪.২ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
সাননিউজ/জেএস