বোয়ালমারী প্রতিনিধি (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয় মিলনায়তনে ভোটগ্রহ করা হয়। নির্বাচনে ১৪০৮ জন অভিভাবক ভোটারের মধ্যে ১০৫৯ জন এবং ২০ জন শিক্ষক ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সদস্য পদে মো. ফিরোজ মোল্যা ৫২৪ ভোট পেয়ে প্রথম, অশোক কুমার দাস ৪৮৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো. ইকবাল হোসেন ৪৬৮ ভোট পেয়ে তৃতীয় মো. ওসমান শেখ ৪২৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। শম্পা সাজ্জাদ ৫০৯ ভোট পেয়ে মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন৷ শিক্ষক প্রতিনিধি পদে বিজয়ীরা হলেন মাছুরা খাতুন, এস এম ইউনুস আলী এবং কৃষ্ণ চন্দ্র সাহা। পুরুষ অভিভাবক সদস্য পদে ১০ জন এবং মহিলা অভিভাবক সদস্য পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। তাকে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। নির্বাচনে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিজাইডিং অফিসার আয়েশা খাতুন বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে।
সাননিউজ/এমআর