কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল দশটায় ডাকবাংলো ও উপজেলা টিচার্স ট্রেনিং সেন্টারে শীতাতপ নিয়ন্ত্রিত দুটি ভ্যানুতে এই শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপল কুমার, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।
মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ উপজেলায় নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৬৯টি যেখানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২৮০২৭ জন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ রয়েছে ১৬টি। এখানে শিক্ষার্থীর সংখ্যা ৫০৪৪ জন। ডিগ্রী পর্যায়ে কলেজ রয়েছে ৫টি শিক্ষার্থীর সংখ্যা ১৬২৯ জন। অনার্স পর্যায়ে কলেজ রয়েছে ২টি যেখানে শিক্ষার্থীর সংখ্যা ৫৯১ জন।
এছাড়া দাখিল পর্যায়ে মাদ্রাসা রয়েছে ৫৬টি যেখানে শিক্ষার্থীর সংখ্যা ১২৭৪৮ জন। আলিম পর্যায়ে মাদ্রসা রয়েছে ৭টি শিক্ষার্থী রয়েছে ১৪৫২ জন। ফাজিল মাদ্রাসা রয়েছে ৮টি শিক্ষার্থী রয়েছে ৭১২ জন। কামিল মাদ্রাসা রয়েছে ১টি শিক্ষার্থী রয়েছে ১৫৫ জন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, অনেক বড় উপজেলা এবং শিক্ষার্থীর সংখ্যা অনেক, প্রতিজন শিক্ষার্থীকেই রুলস মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা দেয়া হবে।
সান নিউজ/এমকেএইচ